vcBux

Tuesday 12 April 2011


স্টাফ রিপোর্টার
সংগঠন শক্তিশালী ও জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন জোরদার করতে শিগগিরই সারাদেশে সাংগঠনিক সফর শুরু করবে বিএনপি। আগামী ২৩ এপ্রিল ঢাকায় দলের নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর থেকে শুরু হবে এ সফর। এ সফরের জন্য দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার পরামর্শে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে এরই মধ্যে ১৯টি টিম গঠন করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আমরা প্রতিটি জেলায় সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে দলকে আরও শক্তিশালী করতে চাই। এ কাজ এরই মধ্যে শুরু হয়েছে। দলকে সংগঠিত করার জন্য আমাদের চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে সারাদেশে সাংগঠনিক সফরের কর্মসূচি নেয়া হয়েছে। খুব শিগগিরই এ সফর শুরু হবে। সবকিছু চূড়ান্ত হলে তা জানানো হবে।
৬ এপ্রিল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে ৫ দিনের কর্মসূচি নেয়া হয়েছে। এতে রয়েছে : ১৮ এপ্রিল গ্যাস সঙ্কট, ২৪ এপ্রিল বিদ্যুত্ সঙ্কট সমাধান, ২৬ এপ্রিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ৫ মে শেয়ার কেলেঙ্কারির প্রতিবাদে ঢাকাসহ সব বিভাগ ও জেলা সদরে সমাবেশ, মিছিল এবং স্মারকলিপি পেশ করা হবে। ৯ মে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ঢাকাসহ সারাদেশে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়াও মহান মে দিবস উপলক্ষে আগামী ২ মে ঢাকায় শ্রমিক দলের কাউন্সিলে খালেদা জিয়া বক্তৃতা করবেন।
২৩ এপ্রিল ঢাকায় জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।
অবশ্য গ্যাস-পানি-বিদ্যুত্ সঙ্কট, শেয়ারবাজার, ভারতের সঙ্গে ঋণসহ বিভিন্ন অসম চুক্তি, বিচার বিভাগ ও প্রশাসনে দলীয়করণ, রাজনৈতিক মামলা একতরফা প্রত্যাহার, উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ বাবু হত্যাকাণ্ডসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনসহ বিভিন্ন ইস্যুতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে দলটি।
বিএনপি নেতাদের সঙ্গে আলাপে জানা গেছে, এখন জেলা-উপজেলাসহ তৃণমূল পর্যায়ে দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন, তৃণমূল পর্যায়ে সরকারের ব্যর্থতা ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড তুলে ধরে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে তোলার জন্যই সারাদেশ সফরের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া।
জানতে চাইলে যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান জানান, এরই মধ্যে ১৯টি টিম গঠন করা হয়েছে। আজ-কালের মধ্যে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেই সফরের সময়ক্ষণ নির্ধারণ করা হবে। সারাদেশ সফরের জন্য কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে এসব টিম গঠন করা হয়েছে। চেয়ারপার্সনের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সম্পাদকমণ্ডলীর সদস্যসহ অন্যান্য কেন্দ্রীয় নেতাকে এসব টিমে অন্তর্ভুক্ত রাখা হয়েছে। আজ-কালের মধ্যে দেশব্যাপী সাংগঠনিক সফরের জন্য গঠিত এসব টিমের সদস্যদের নাম ঘোষণা করা হবে।
অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম জানান, ২৩ এপ্রিল জাতীয় নির্বাহী কমিটির বৈঠক শেষে সাংগঠনিক সফর শুরু হতে পারে।

No comments:

Post a Comment

wel come nrbux

NRBUX