vcBux

Sunday, 20 March 2011

সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান : এক শীর্ষ সন্ত্রাসী ঢুকতে পারলেও ব্যর্থ হয়েছেন ২৪ আ’লীগ নেতা

সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান : এক শীর্ষ সন্ত্রাসী ঢুকতে পারলেও ব্যর্থ হয়েছেন ২৪ আ’লীগ নেতা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
পুলিশ ও র্যাবের মোস্ট ওয়ান্টেড এক শীর্ষ সন্ত্রাসী সিদ্ধিরগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রের ভেতর গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে প্রবেশ করতে পারলেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ ২৪ নেতা প্রবেশের অনুমতি পাননি। যদিও তাদের প্রত্যেকের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের ইস্যুকৃত নিরাপত্তা পাস ছিল। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে এ ঘটনার প্রতিবাদে ৩ এমপির সামনেই ক্ষোভ প্রকাশ করে নেতাকর্মীরা বন্দরের মদনগঞ্জে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে ঘটনাস্থল ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধিরগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রের ভেতর ১০০ মেগাওয়াট কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট উদ্বোধন করতে আসেন বেলা পৌনে ২টার দিকে। এর আগে দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার সিদ্ধিরগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রের ভেতর অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। তার পেছনে অপর একটি গাড়িতে চড়ে সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী নজরুল ইসলাম ওরফে বেদ্দপ নজরুলও ভেতরে যায়। আধাঘণ্টা পর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান এবং
হাজী ইয়াছিনের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৪ নেতা আসেন অনুষ্ঠানে যোগ দিতে। বিদ্যুত্ কেন্দ্রের প্রধান গেটে তাদের আটকে দেয়া হয়। এ সময় তারা নিরাপত্তা পাস দেখান। কিন্তু তারপরও তাদের ভেতরে ঢুকতে দেয়া হয়নি। এ নিয়ে শুরু হয় হৈ-চৈ।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান, সিদ্ধিরগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রের ভেতরের প্রোগ্রাম সন্ত্রাসীদের জন্য, আমরা মদনগঞ্জ জনসভায় অংশগ্রহণ করব। বিদ্যুত্ কেন্দ্রে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান ও জনসভায় আমাদের সচিব দাওয়াত করেছেন এবং ডিসি অফিস থেকে ২৪ জনকে সিকিউরিটি পাসও দেয়া হয়েছে। সেখানে আমরা যখন বিদ্যুত্ কেন্দ্রের গেটে গেলাম (দুপুর সাড়ে ১২টা), তখন গেট থেকে বলে লিস্টে আপনাদের নাম নেই, আপনারা ভেতরে যেতে পারবেন না। আমরা বলেছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ গেলাম না। ওই সময় মজিবুর রহমানসহ নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাসী নজরুল ভেতরে কিভাবে ঢুকেছে? ওর কোনো পদ-পদবী নেই, সিকিউরিটি পাস পাওয়ার কথা নয়। তারপরও এক চিহ্নিত সন্ত্রাসী কিভাবে ভেতরে ঢুকেছে এটাই প্রশ্ন? এ নিয়ে গেটে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, নজরুল ইসলাম বাবু ও গোলাম দস্তগীর গাজী ছুটে এসে নেতাদের বলেন, এখানে যা হওয়ার হয়েছে আপনারা মদনগঞ্জের জনসভায় চলে যান। তখন ৩ সংসদ সদস্যের কাছে নেতারা প্রশ্ন রাখেন, আমরা দাওয়াত ও নিরাপত্তা পাস পেয়ে যেতে পারলাম না, কিন্তু এক সন্ত্রাসী কিভাবে গেল? এক পর্যায়ে ক্ষোভ প্রকাশ করে নেতারা ঘটনাস্থল ত্যাগ করেন।
উল্লেখ্য, সন্ত্রাসী নজরুল সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অপরাধী তালিকায় ৪ ও র্যাবের তালিকায় ৩ নাম্বারে রয়েছে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ এবং বিভিন্ন থানায় একাধিক হত্যাসহ ১৫টি মামলা ও ৬টি জিডি রয়েছে।

No comments:

Post a Comment

wel come nrbux

NRBUX