vcBux

Tuesday 29 March 2011

সাঈদীর কর ফাঁকির অভিযোগ গঠনের শুনানি ২৫ এপ্রিল


সাঈদীর কর ফাঁকির অভিযোগ গঠনের শুনানি ২৫ এপ্রিল

আদালত প্রতিবেদক | তারিখ: ২৯-০৩-২০১১
নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ২৫ এপ্রিল। আজ মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠন-বিষয়ক শুনানির দিন ধার্য ছিল।
সাঈদীর আইনজীবী আজ সময়ের জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন এ তারিখ ধার্য করেন।
আজ সাঈদীকে আদালতে নেওয়া হয়। আসামি পক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক আদালতকে বলেন, মামলার কার্যক্রম স্থগিত চেয়ে ৯ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদন করা হলে আদালত চার সপ্তাহের রুল জারি করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেছেন—এ ধরনের কোনো আদেশ দেননি। আসামি পক্ষের আদালতে দাখিল করা হাইকোর্টের আদেশে এ ধরনের কোনো বিষয় উল্লেখ নেই। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানির জন্য প্রস্তুত। আসামিকে সময় দেওয়ার কোনো কারণ নেই।
আসামি পক্ষের আইনজীবীরা পৃথক আরেকটি দরখাস্ত দিয়ে সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত বছরের ১৭ আগস্ট কর ফাঁকির অভিযোগে সাঈদীর বিরুদ্ধে মামলা করা হয়।

No comments:

Post a Comment

wel come nrbux

NRBUX