vcBux

Sunday, 20 March 2011


বিএনপি মানুষ খুন করে আর আ.লীগ শান্তি কায়েম করে: হাসিনা

নারায়ণগঞ্জ, ২০ মার্চ (শীর্ষ নিউজ ডটকম): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে মানুষ খুন করে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে শান্তি কায়েম করে। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ৫ বছরে এক মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন বাড়াতে পারেনি। অথচ আওয়ামী লীগ গত দুই বছরে ১৪শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অর্থনৈতিক মুক্তি অর্জন। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ২০২১ রূপকল্প ঘোষণা করেছি। গত আওয়ামী লীগ শাসনামলে ক্ষমতা ছাড়ার সময় দেশে চালের কেজি ১০ টাকা ছিল। কিন্তু চার দলীয় জোট ক্ষমতায় আসার পর চালের দাম ৪০ থেকে ৪৫ টাকা কেজি হয়। এজন্য তাদের জবাবদিহি করতে হবে।
প্রধানমন্ত্রী রোববার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ শীতলক্ষ্যা নদীর তীরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মফিজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাপা (এ) দলীয় সংসদ সদস্য নাসিম ওসমান, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, শহর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, বন্দর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খোরশেদ আলম সাগর, জেলা জাতীয় পার্টি সভাপতি আবু জাহের প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার (অব.) এনামুল হক, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, নারায়ণগঞ্জের অন্য ৪ সংসদ সদস্য সারাহ্ বেগম কবরী, গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক, নজরুল ইসলাম বাবু, আব্দুল্লাহ আল কায়সার প্রমুখ।
প্রধানমন্ত্রী জনসভার আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০০ মেগাওয়াট ও বন্দর উপজেলার মদনগঞ্জে ১০২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কুইক রেন্টাল পাওয়ার প্লান্টের উদ্বোধন করেন এবং বন্দর উপজেলার হরিপুরে ৩৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাপী চালের খাদ্যের দাম বেড়েছে। আমরা সব সময়ই খাদ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চাই। বিদেশ থেকে ৪০/৪৫ টাকা কেজি চাল কিনে এনে ওএমএসের মাধ্যমে ২৪ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সারের দাম তিন বার কমানো হয়েছে। সেচেও ভর্তুকি দেয়া হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশের স্কুলে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নতি না করে হত্যা, হামলা, মামলা, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি কায়েম করে। ভাঙ্গা সুটকেস ও ছেঁড়া গেঞ্জি থেকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু আওয়ামী লীগ কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে। আমাদের লক্ষ্য দেশের মানুষ যাতে ভালো থাকে এবং সুন্দর থাকে। আমরা ক্ষমতায় এসেই মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনামূল্যে বই দেয়ার ব্যবস্থা করেছি। আগামীতে ডিগ্রি পর্যন্ত পড়ালেখা করতে যাতে কোনো কষ্ট না হয় সে ব্যবস্থা করা হবে। বয়স্ক, বিধবা, মুক্তিযোদ্ধা ভাতা চালু করা হয়েছে। প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে। হতদরিদ্রদের জন্য বিনামূল্যে খাদ্য দেয়া হচ্ছে। গৃহহীনদের জন্য খাসজমি বরাদ্দ দেয়া হচ্ছে। দেশে ১১ লাখ টন খাদ্য মজুদ রয়েছে। কেউ খাদ্যে কষ্ট পাবে না। বেকারত্ব নিরসনের জন্য কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে জামানত ছাড়াই এক লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হচ্ছে।
(শীর্ষ নিউজ ডটকম/ প্রতিনিধি/ এনএম/ এআইকে/২১.৫৫ ঘ.)

 

No comments:

Post a Comment

wel come nrbux

NRBUX