vcBux

Sunday, 20 March 2011

সংসদে সংবিধান নিয়ে মওদুদ-শফিকের বাকযুদ্ধ

সংসদে সংবিধান নিয়ে মওদুদ-শফিকের বাকযুদ্ধ
ঢাকা, ২০ মার্চ (শীর্ষ নিউজ ডটকম): জাতীয় সংসদে সংবিধান নিয়ে বাকযুদ্ধে জড়িয়েছেন সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ও বর্তমান আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। আজ রোববার সংসদ অধিবেশনের শুরুতেই তারা এই বাকযুদ্ধে জড়ান।
পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সংবিধান নিয়ে দেশবাসী বিভ্রান্তির মধ্যে রয়েছে। দেশে এখন কোনো সংবিধান নেই। একটি খসড়া সংবিধানের কথা বলা হচ্ছে। কিন্তু এই সংবিধানটিও মন্ত্রিসভায় অনুমোদিত হয়নি। তাই এই খসড়া সংবিধানও অবৈধ। এই অবৈধ সংবিধানের উপর ভিত্তি করে দেশ চলতে পারে না। সংবিধান সংশোধন নিয়ে আইনমন্ত্রী ও সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সুরঞ্জিত সেনগুপ্তের দ্বন্দ্বের কথা উল্লেখ করে তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা দাবি করেন।
এই পর্যায়ে স্পিকার আব্দুল হামিদ এডভোকেট মওদুদকে উদ্দেশ্য করে বলেন, এ নিয়ে আপনি কথা বলতে চাইলে আরো অনেকে কথা বলতে চাইবে। কিন্তু সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই এ নিয়ে এখানে কোনো বিতর্ক সৃষ্টির সুযোগ নেই। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ফ্লোর চাইলে তাকেও ১ মিনিট সময় দেন স্পিকার।
এসময় শফিক আহমেদ বলেন, মওদুদ আহমদ নিশ্চয়ই জানেন- সামরিক ফরমান দিয়ে কখনো সংবিধান পরিবর্তন করা যায় না। কিন্তু তারা যখন ক্ষমতায় ছিলেন; তখন জিয়াউর রহমানের আমলে সামরিক ফরমান দিয়ে সংবিধান পরিবর্তন করা হয়েছে। সুপ্রিম কোর্ট ৫ম সংশোধনী বাতিলের রায় দিয়ে সংবিধানকে পূর্বের অবস্থায় ফিরিয়ে এনেছে।
পরে এনিয়ে কথা বলার জন্য বিএনপির সিনিয়র সাংসদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ফ্লোর চাইলে তাকে ফ্লোর দেয়া হয়নি। এ সময় স্পিকার বলেন, এ নিয়ে অন্য কোনো সময় আলোচনা হবে। পরে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে এই সময় নির্ধারণ করা হবে।

No comments:

Post a Comment

wel come nrbux

NRBUX